বিজ্ঞাপন

এগুলো আসলে কোনো দাবিই না: পাপন

October 22, 2019 | 4:08 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

দেশের ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে বিসিবিকে দেওয়া ক্রিকেটারদের ১১ দফায় কোনো দাবিই নেই বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আগের দিন দেওয়া ১১ দফার দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ অক্টোবর) বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের ক্রিকেটে বিদ্যমান ব্যবস্থা মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেটের সদস্যরা। ফলে অপ্রত্যাশিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দফা দাবি জানান জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। আর এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

বিসিবি সভাপতি ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে বেশকিছু কথা বলেছেন। দেখে নেওয়া যাক ক্রিকেটের দাবির বিষয়ে পাপনের মন্তব্য:

#এবার কেবল বঙ্গবন্ধু কাপ, এরপরের বছর আবার আগের ফরম্যাটে ফিরে যাবে। ফ্রাঞ্চাইজিরা কত বেতন দিয়ে ক্রিকেটারদের নেবে সেটা তো আমরা বলে দিতে পারি না।

বিজ্ঞাপন

#৮০ জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারকে টাকা দেব? খেলা না পারলেও টাকা দেব? ২০০/৩০০ জন প্লেয়ারকে কন্ট্র‍্যাক্ট দেব?

# আম্পায়ার-গ্রাউন্ডসম্যানদের বেতন ৫০% গত মাসেই বাড়িয়ে দিয়েছি। আমি বুঝতেছি না ওদের দাবিটা কিসের?

# আমরা কাজ করছি দেখেই আন্দোলন? এগুলো আসলে কোনো দাবিই না।

বিজ্ঞাপন

#প্রথম শ্রেনির ক্রিকেটারের বেতন ছিল ২৫ হাজার সেটা করেছি ৩০ হাজার। এটার পেছনে নিশ্চয়ই কেউ আছে।

#সব দাবিদাওয়া আমাদের কাছে বললেই আমরা মেনে নেব… ওরা আমাদের কাউকে কেন কিছু বলল না? আর বললে আমরা তো মেনে নেব তাই আর খেলা বন্ধ করতে পারবে না। এই কারণেই ওরা আমাদের না বলে সাংবাদিকদের বলেছে।

#আমাদের সাথে কথা না বলেই খেলা বন্ধ?

#কোচ পছন্দ হয়নি তাই ওদের এই কাজ। ওরা দেশি কোচ চায়। বিদেশি কোচ চায় না।

বিজ্ঞাপন

#দাবি দাওয়ার পেছনে কারা কাজ করছে এটার জন্য আমি কিছুদিনের সময় চাচ্ছি।

#এনসিএল ডমেস্টিকে ক্যামেরা বসিয়েছি। ১/২/৩ ডিভিশনে ক্যামেরা বসিয়েছি।

#আসলেই এগুলো কোনো দাবি কিনা এটা নিয়েই সন্দেহ আছে।

#আমাদের ক্যাম্প শুরু হচ্ছে প্লেয়াররা গেলে যাবে, না গেলে যাবে না। ওরা বসতে চাইলে বসতে পারে। এসব সিদ্ধান্ত সবাইকে ভুল তথ্য দিচ্ছে।

#প্রত্যেক ডিস্ট্রিক্টে কোচ আছে। সব দিকে নজর দিয়ে আমরা কাজ করছি।

#আমরা খুঁজে বের করতে চাই এটার পেছনে কি আছে!

#ম্যাচ ফি ৪০ করেছি। চাইলে আরও বাড়িয়ে দেব। কথা তো বলতে হবে।

#চুক্তিবদ্ধ প্লেয়ারদের টাকা বাড়াতে হবে। আমার মনে হয় আমরা বেশি দিচ্ছি। অনেক দেশে আরও কম প্লেয়ার চুক্তিবদ্ধ থাকে।

#স্টাফের সাথে ওদের কি? স্টাফ/গ্রাউন্ডসম্যান/আম্পায়ারদের বিষয়টা সন্দেহজনক। ওদের ৫০% পারিশ্রমিক বাড়ানো হয়েছে।

#ঘরোয়া ওয়ানডে বাড়াতে হবে। ওরা খেলবে কিনা একটু বলবেন। ওরা খেললে চারটা ফরম্যাট দাঁড় করাবো। কিন্তু দাবি আদায় করে খেলবে না সেটা তো হবে না। সবাইকে অবশ্যই খেলতে হবে।

#বিসিবি একটা লিগ চালাবে ওরা খেলবে না তা হবে না। কি বাসে চড়ছে? তারা কি জানে?

#ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা জানাতে হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমার ধারণা এদেশের মানুষের মতো ক্রিকেটাররা দেশকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে। সেই দিক থেকে আমি আশাবাদি তারা খেলায় ফিরে আসবে।

সারাবাংলা/এসএস/এমআরপি/জেএএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন