বিজ্ঞাপন

ফেভারিট না হলেও বিশ্বকাপ জিততে চান সিআর সেভেন

February 13, 2018 | 7:42 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের ফেভারিট নয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আগামী জুনে বসবে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা নিজেও জানেন, সম্মান বাঁচাতে লড়তে হবে বিশ্বমঞ্চে। নিজেদের ফেভারিট না ভাবলেও বিশ্বকাপ জিততে সবকিছুই ঢেলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিআর সেভেন খ্যাত এই তারকা ফরোয়ার্ড।

রোনালদোর হাত ধরেই ২০১৬ সালে প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপ ঘরে তুলেছিল লুইস ফিগোর দেশ পর্তুগাল। রাশিয়া বিশ্বকাপের আসন্ন আসরে ‘বি’ গ্রুপ পর্বে পর্তুগিজদের লড়তে হবে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে এই গ্রুপের বাকি দুটি দল মরোক্কো এবং ইরান।

বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা রোনালদো জানিয়েছেন, ‘আমরা জানি বিশ্বকাপে পর্তুগাল ফেভারিট নয়। ফেভারিট হলো স্পেন, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা ও ব্রাজিল। তারপরও আমাদের দলটা ভালো করেই জানে, তারা উঁচু পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে।’

বিজ্ঞাপন

আগামী ১৬ জুন পর্তুগালের প্রধান প্রতিপক্ষ স্পেন। ২০ জুন মরোক্কোর বিপক্ষে লড়তে হবে রোনালদো-পেপেদের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগিজদের বিপক্ষে ২৬ জুন মাঠে নামবে ইরান।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন