বিজ্ঞাপন

‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হলেও সূচকে পিছিয়ে রয়েছে’

October 26, 2019 | 5:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হলেও অর্থনীতির সব সূচকে আমরা পিছনে আছি। ইজ অব ডুয়িং বিজনেস, কমপিটিটিভ সূচক কিংবা ডিজিটাল সূচকসহ যতগুলো সূচক রয়েছে, সবগুলো সূচকেই বাংলাদেশ পেছনে রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ‘দ্য রোল অব মিডিয়া ইন প্রমোটিং এসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শীর্ষক এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন। ইআরএফ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং প্রিজম বাংলাদেশ যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

সালমান এফ রহমান বলেন, ‘ডুয়িং বিজনেসে আমরা অনেক কাজ করেছি। অনেক রিফর্ম করছি কিন্তু কিভাবে বিশ্বব্যাংক স্কোর নির্ধারণ করে এবং কিভাবে র‌্যাংকিং করে এই জিনিসটা আমরা ভালোভাবে জানি না, বুঝি না। ফলে আমরা রিফর্ম করলেও ভালো মার্ক পাই না। ফলে সূচকগুলোতে আমরা পেছনে রয়েছি।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব আবদুল হালিম, বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান। ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলালের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।

বিজ্ঞাপন

সালমান এফ রহমান বলেন, ‘আমরা রাজউকের অনুমোদন নিতে ১৮টি ধাপের পরিবর্তে চারটি ধাপে নিয়ে আসলাম। কিন্তু রিফর্ম করা হয়েছে কিন্তু জনগণ এর সুফল পাচ্ছে না। কারণ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব রিফর্ম সম্পর্কে অবগত নয়। আবার দেখা গেলো ভুমি মন্ত্রণালয়ের এক বছর আগে রিফর্ম করলেও তাদের ওয়েবসাইটে এই রিফর্ম তোলা হয়নি। ফলে ডুয়িং বিজনেসে আমরা মার্ক পাচ্ছি না।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের নিয়ম অনুযায়ী শুধু রিফর্ম করলে  হবে না। এই রিফর্মের সুবিধা জরগণ পাচ্ছে কি না তাও তারা সার্ভে করে।আর এই কারণেই আমরা ডু ইন বিজনেসে মার্ক পাচ্ছি না। তবে আগামী বছর বাংলাদেশ সূচকে এগিয়ে যাবে।’

সালমান এফ রহমান বলেন, ‘গার্মেন্টেস খাতে এক্সেসরিজ রয়েছে এই খাতে সাত বিলিয়ন ডলার রফতানি করা হচ্ছে। এই সবগুলোই এসএমই খাত থেকে করা হচ্ছে। আগে এসব এক্সেসরিজ পণ্য আমদানি করা হতো। নতুন তথ্য হলো এই সাত বিলিয়ন ডলারের মধ্যে বিসিক সরাসরি এক বিলিয়ন ডলার রফতানি করছে। আর এই ক্ষেত্রে আমরা দক্ষিণ অফ্রিকা, তুরস্ক ও ভিয়েতনামে পণ্য রফতানি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশে অনেক যুবক আইটি ফ্রিল্যান্সরা আউটসোর্সিং করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। কিন্তু এই কাজের কোনো রেজিস্ট্রেশন না থাকায় সমাজে তাদের মর্যাদা দেওয়া হয় না। তবে আশার কথা হচ্ছে, আমরা ফ্রিল্যান্সের রেজিস্ট্রেশন দেওয়ার কাজ শেষের দিকে নিয়ে এনেছি। অগামী ডিসেম্ভবরের মধ্যে তাদের রেজিস্ট্রেশন করা হবে।’

সালমান এফ  রহমান বলেন, ‘আমরা ডাটাবেজ শুরু করার আগে আমাদের ধারণা ছিল দেশে দু/তিন লাখ আইটি ফ্রিল্যান্সার রয়েছে। কিন্তু ডাটাবেজ করতে গিয়ে দেখা গেল, দেখে ৬ থেকে ৭ লাখ আইটি ফ্রিল্যান্সার রয়েছে। এরা প্রতিবছর ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয় করছে। কিন্তু এই টাকাগুলো বৈধভাবে দেশে আসছে না।’

সালমান এফ রহমান বলেন, ‘একদিন এক যুবক এসে আমাকে বলল, স্যার আমি ফ্রিল্যান্সার। অস্ট্রেলিয়ার এক নারীর প্রতিষ্ঠানের ওয়েবপেজ ডেভেলপ করে দেওয়ার বিনিময়ে তিনি আমাকে ৫০০ ইউএস ডলার ব্যাংকে পাঠিয়েছেন। কিন্তু ব্যাংক আমাকে ওই টাকা দিচ্ছে না। কারণ ব্যাংক জানতে চায়, ওই নারীর সঙ্গে আমার সম্পর্ক কী, কেন টাকা পাঠাল- এই সব।’ তিনি  বলেন, ফ্রি ল্যান্সারদের রেজিষ্ট্রেশনের আওতায় আনলে এই সমস্যা থাকবে না।

শিল্প সচিব আবদুল হালিম বলেন, ‘দেশে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে বিসিক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী ২০৩০ সালের মধ্যে ২০ হাজার একর জমিতে ৫০টি টি বিসিক শিল্প পার্ক গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশের শিল্প বিকাশে বিসিক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জাতীয় অর্থনীতিতে শিল্পের অবদা ৩৫ শতাংশ। আর এর মূল দায়িত্ব পালন করছে বিসিক।’

বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান বলেন, ‘বর্তমানে সনাড়ে পাঁচ হাজার বিসিকের প্রতিষ্ঠানে সাড়ে আট লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। দেশের মোট রফতানি আয়ের ১০ শতাংশ আসছে বিসিক থেকে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশে ৩ কোটি লোকের কর্মসংস্থান করা হবে। এর মধ্যে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে বিসিকের মাধ্যমে।’

সারাবাংলা/জিএস/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন