বিজ্ঞাপন

আউট হয়ে ভক্তের ওপর মেজাজ হারালেন মুশফিক

October 27, 2019 | 9:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ভারত সফরের প্রস্তুতি ম্যাচে আলোচিত এক ঘটনার জন্ম দিলেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আউট হওয়ার পর এক ভক্তের উষ্কানিমূলক মন্তব্যে মেজাজ হারিয়ে গ্যালারিতে গিয়ে তাকে শাসালেন।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত রোববার (২৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলারয় বিসিবি লাল দলের ব্যাটিং ইনিংসের শুরুতে। সবুজ দলের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নামে মুশফিকের দল। ইনিংসের চতুর্থ ওভারে আরাফাত সানির বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ৪ রানে যখন ফিরে যাচ্ছিলেন বারবারই ব্যাটের দিকে তাকাচ্ছিলেন মুশফিক। ঠিক তখন গ্যালারি থেকে এক ভক্ত বলে ওঠেন, ‘ব্যাটের দিকে তাকিয়ে কী হবে ভাই? আমাদের দিকে তাকান।’

একথা শোনা মাত্রই অগ্নিশর্মা হয়ে দৌঁড়ে গ্যালারিতে এসে ওই ভক্তকে ধমকের সুরে বলেন, ‘তাকালাম তোমার দিকে, কী বলবে বলো?’

পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়ে উঠতে থাকে। এমতাবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মীরা ওই ভক্তকে বাইরে নিয়ে এসে বিসিবি চত্বর থেকেই বের করে দেন।

বিজ্ঞাপন

ভক্তের নাম ইমরান হোসেন। বয়স ২১ কি ২২ হবে। বাড়ি জামালপুর। ‘ক্রিকেট খোর’ নামক একটি ফেইসবুক পেইজের অ্যাডমিন কে এম কায়সারের নিমন্ত্রণে তিনি ম্যাচটি দেখেতে এসেছেন।

ঘটনার পর আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, ‘যা হবার হয়ে গেছে ভাই। আমি মুশফিক ভাইকে গালি দেইনি। তারপরেও ওনাকে সরি বলেছি।’

নভেম্বরে ভারত সফরকে সামনে রেখে আজ থেকে মিরপুর শের-ই-বাংলায় শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ফর্মেটের প্রস্তুতি ম্যাচ। যেখানে প্রতিদ্বদ্বিতা করছে বিসিবি লাল ও সবুজ দল। দিবা-রাত্রির আজকের ম্যাচে লাল দলের বিপক্ষে ৯ উইকেটে ১৪৩ রান করেছে সবুজ দল। ১৪৪ রানের লক্ষ্যে খেলছে বিসিবি লাল দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন