বিজ্ঞাপন

চাঁদাবাজির টাকা যুক্তরাষ্ট্রে পাঠাতেন কাউন্সিলর মঞ্জু: র‌্যাব

October 31, 2019 | 4:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু চাঁদাবাজির টাকা যুক্তরাষ্ট্রে তার পরিবার সদস্যদের কাছে পাঠাতেন বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী বুলবুল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৩ এর কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে দুপুর ১২টার দিকে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর মঞ্জুকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের শাফী বুলবুল বলেন, ‘ময়নুল হক মঞ্জু চাঁদাবাজির মাধ্যমে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আদায় করে আসছিলেন। এ ছাড়াও তিনি মাদক সেবন এবং মাদক কেনাকাটায় জড়িত। তার অবৈধ কার্যক্রম এবং অবৈধ টাকা-পয়সার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।’

বিজ্ঞাপন

মঞ্জু আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি চাঁদাবাজির টাকা কাউন্সিলর মঞ্জু যুক্তরাষ্ট্রে পাঠাতেন। তবে কী পরিমাণ টাকা তিনি পাচার করেছেন সে বিষয়ে এখনও তথ্য জানা যায়নি। সিআইডি ও দুদক অনুসন্ধান করে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে।’

র‌্যাব কর্মকর্তা বুলবুল বলেন, ‘কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে বুধবার (৩০ অক্টোবর) রাতে চাঁদাবাজির একটি মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারের পর কার্যালয়ে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছি। অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দের ঘটনার মঞ্জুর বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৮ কোটি টাকা চাঁদাবাজির মামলা হয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন সে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলদারিত্ব করে এসব অবৈধ টাকা পয়সা ইনকাম করেছে।’

বিজ্ঞাপন

এসব ছাড়া তার আর কোনো আয়ের উৎস নেই বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন