বিজ্ঞাপন

মোস্তাফিজকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখছেন লক্ষণ

October 31, 2019 | 5:34 pm

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে দিল্লিতে। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নেবে দুই দল। সাদা পোশাকে উড়ন্ত ছন্দে আছে ভারত। নিজেদের মাটিতে টানা ১১টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টিতে থাকছেন না নিয়মিত দলপতি বিরাট কোহলি। তবে, টেস্টে খেলবেন তিনি। এদিকে, দুই সিরিজেই থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। থাকছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল, তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

তারপরও ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ জানালেন, টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর ভালো সুযোগ আছে বাংলাদেশের। টাইগার পেসার মোস্তাফিজকে তিনি দেখছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ভারতকে হারানোর জন্য দুটি দলের হয়ে আইপিএল খেলা মোস্তাফিজকে অভিজ্ঞ হিসেবেই দেখছেন তিনি।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে হারানোর ব্যাপারে লক্ষণ জানান, ‘আমি মনে করি বাংলাদেশের ভালো সুযোগ থাকছে। এটাই সফরকারীদের জন্য বড় সুযোগ। তাদের ব্যাটিং লাইনআপ ভালো। বোলিং লাইনআপও বেশ ভালো। অনভিজ্ঞ হলেও স্পিনাররাও খারাপ না।’

পেসার মোস্তাফিজকে নিয়ে আলাদা করে কথা বলেন ১৩৪ টেস্ট খেলা লক্ষণ, ‘ওদের দলে মোস্তাফিজের মতো পেসার আছে। ভারতকে হারানোর জন্য তাকে আমি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখছি। নতুন বলে শুরুতেই উইকেট তুলে নেওয়ার সামর্থ্য আছে তার। যেহেতু কোহলি থাকছে না সেহেতু ভারতের মিডলঅর্ডার কিছুটা ব্যাকফুটে থাকবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের সুযোগ থাকলেও লক্ষণ মনে করেন সিরিজ জিতবে ভারতই। তিনি যোগ করেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সুযোগ থাকবে, কিন্তু সিরিজ জিতবে ভারত। স্বাগতিকরা ২-১ এ ব্যবধানে জিততে পারে। রোহিত শর্মা, লোকেশ রাহুল আর শিখর ধাওয়ান ভালো পারফর্ম করবে। তাদের ব্যাটিং পাওয়ারে ভারত সিরিজ জিতবে বলে বিশ্বাস করি।’

৩ নভেম্বর দিল্লিতে, ৭ তারিখ রাজকোটে আর ১০ তারিখ নাগপুরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে। এরপর ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, তারপরেই কলকাতা টেস্ট। বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই টেস্টের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন