বিজ্ঞাপন

সেই ভিডিও প্রযুক্তি এখনও পায়নি জামাল ভূঁইয়ারা!

November 1, 2019 | 10:36 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের তিনটা ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছে বাংলাদেশ। চলতি মাসে আর ক’দিন পরে শক্তিশালী ওমানের সঙ্গে চতুর্থ ম্যাচটি খেলতে যাবে জামাল ভূঁইয়ারা। এখনও ম্যাচ ভিডিও বিশ্লেষণের সেই প্রযুক্তি পায়নি লাল-সবুজরা। বিশ্বকাপ বাছাই শুরু হওয়ার আগেই সেই প্রযুক্তির সহযোগিতা চেয়েছিলেন দলের প্রধান কোচ জেমি ডে।

বিজ্ঞাপন

আর্থিক স্বল্পতার কারণে সেই প্রযুক্তি এখনও আনা সম্ভব হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। যেখানে ওমানসহ বেশিরভাগ দলই এই প্রযুক্তি সুবিধা নিয়ে খেলাটা এগিয়ে নিচ্ছে আরেকধাপ।

এর মধ্যে আফগানিস্তান, কাতার ও ভারতের সঙ্গে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। আরও পাঁচ ম্যাচ সামনে। একজন পেশাদার ফিটনেস কোচ ছাড়াই চলছে জামাল-বিপলুদের স্ট্যামিনা উন্নতির কাজ! তার মধ্যে জেমির চাওয়া সেই ভিডিও বিশ্লেষণ প্রযুক্তি আনা সম্ভব হয়নি দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবকের।

ম্যাচ ভিডিও বিশ্লেষণের সেই প্রযুক্তি সফটওয়্যার কিনতে প্রায় ১৩ হাজার ডলার (১০ লাখ টাকা) খরচ হবে। সেটি ব্যবহারেও তেমন কোনও বিশেষজ্ঞ নেই বাংলাদেশ দলে। তবে, ‘স্পোর্টস কোড প্রযুক্তি’ ব্যবহারের অভিজ্ঞতা আছে একমাত্র কোচ জেমির। সে ব্যাপারে কোচ বলেন, ‘এ প্রযুক্তি ব্যবহার করেছি। অবশ্য এর সম্পূর্ণ উপযোগিতা পেতে এক বিশেষজ্ঞ দরকার আমাদের। যদিও সেটা এখনই সম্ভব হচ্ছে না। তাই আমরা নিজেরাই এটা নিয়ে কাজ করবো। আশা করছি প্রযুক্তির এলে সেটার সর্বোচ্চ উপযোগিতা ব্যবহার করবো।’

বিজ্ঞাপন

এই প্রযুক্তি না থাকলেও থেমে নেই জেমির কাজ। প্রত্যেক ম্যাচের আগে একটা দায়সাড়া ‘সফটওয়্যার ইস্ট্যাট’ ভিডিও বিশ্লেষণ করে সেটা দলের সবাইকে বুঝিয়ে দেন এই ইংলিশ কোচ। কোচের কথায়, ‘অবশ্যই প্রযুক্তি হলে ভালো হতো। তবে সেটা অ্যাফোর্ট করতে না পারলে এটা নিয়ে বেশিকিছু করারও নেই।’

ফিটনেস কোচসহ এই প্রযুক্তি ছাড়াই চলতি মাসের ৪ তারিখ ওমানে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে ঢাকা ছাড়বে জামাল ভূঁইয়ারা। ১৫ নভেম্বর ওমানের সঙ্গে লাল-সবুজদের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচ।

ফুটবলারদের কি নিয়ে কাজ করবে এই সফটওয়্যার?
এমন একটা প্রযুক্তি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের। প্রযুক্তির নাম দ্য ভিডিও অ্যানালিস্ট সফটওয়্যার নিয়ে কাজ করছেন সাইফের সহকারী কোচ আলেক্স ম্যাককার্থি। ইতোমধ্যে দলের খেলার উন্নয়নে এই প্রযুক্তি ব্যবহার শুরু করে দিয়েছে সাইফ। এই প্রযুক্তি কিভাবে কাজ করে এমন প্রশ্নে আলেক্স ম্যাককার্থি সারাবাংলাকে জানান, খেলার ভিডিওকে বিভিন্নভাবে ভাগ করে দেখায় এ প্রযুক্তি। কোথায় সমস্যা, কোথায় দুর্বলতা দেখিয়ে দেয় এই প্রযুক্তি। কোন খেলোয়াড় কোথায় অবস্থান নিবে, তার কি দায়িত্ব তারও সুপারিশ করবে এই প্রযুক্তি। ফুটবলকে আরও সহজ করবে এই প্রযুক্তি।’

বিজ্ঞাপন

এ জন্য ম্যাচের ভিডিওয়ের উপর নির্ভর করতে হয় এই প্রযুক্তির। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তি নিয়ে কতটুকু কাজ করার সুযোগ আছে জানান এই ইংলিশ কোচ, ‘আপাতত মাইকুজো বা যে টেলিভিশনে ম্যাচ দেখানো হয় সেই ভিডিও বিশ্লেষণ করে এই সফটওয়্যার। তবে, বাংলাদেশে ম্যাচ ভিডিও যেখানে বল আছে শুধু সেখানে অবস্থানটা দেখা যায়। তাই এর বাইরে পেছনের ফুটবলারদের আচরণ কি হচ্ছে তা দেখাতে পারছে না এই প্রযুক্তি। উন্নত দেশের অনেক ক্যামেরা থাকায় বিশ্লেষণ করা সহজ হয়।’

আরও পড়ুন: সাইফ ক্লাবের আছে ‘বাংলাদেশের’ নেই!
‘টাকার অভাবে’ সেই প্রযুক্তি আনতে বিলম্ব হচ্ছে বাফুফের

সারাবাংলা/জেএইচ

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন