বিজ্ঞাপন

বিএনপির নেতারাই চায় খালেদার শাস্তি হোক: হাছান

December 7, 2017 | 2:55 pm

সারাবাংলা করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলায় শাস্তি হোক এটা দলটির নেতারাই চায়। কারণ তার শাস্তি হলে দলের নেতৃত্ব হাতে পাওয়ার জন্য বিএনপির অনেক নেতায় পরিকল্পনা করে রেখেছে।’ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেব, আপনার পাশে বসা অনেক নেতা ভেতরে ভেতরে সরকারের সঙ্গে যোগাযোগ করে বলে, বেগম জিয়ার কেন এখনো শাস্তি হয় না?’

তিনি আরও বলেন, ‘বিএনপির অনেক নেতা লাইন ধরে আছে, যে কখন খালেদা জিয়ার শাস্তি হবে এবং শাস্তি হওয়ার পর বেগম খালেদা জিয়াকে টাটা-বাই বাই দিয়ে সরকারের সাথে যোগদান করবেন কিংবা ভিন্ন দল গঠন করবেন। ফখরুল সাহেবকে বলব আগামী সংবাদ সম্মেলনে আশা করি এই বিষয়টা নিয়ে কিছু বলবেন।’

বিজ্ঞাপন

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে হাছান মাহমুদ এসব  মন্তব্য করেন ।

বিএনপি মহাসচিব প্রকারান্তরে নির্বাচনে আসার ইঙ্গিত দিয়েছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন অনেকের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে ঐক্য হতে পারে। ফখরুল সাহেব যে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণাই প্রকারন্তে দিলেন, সে জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।’

হাছান মাহমুদ বলেন, ‘আজকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেভাবে আরাফাত রহমানের কোকোর টাকা ফেরত আনা হয়েছে যেভাবে তারেক রহমানের টাকা ফেরত আনা হয়েছে একইভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।’

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এমএমএইচ/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন