বিজ্ঞাপন

ফখরুলসহ ৫৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

February 14, 2018 | 4:50 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা  বুধবার (১৪ ফেব্রুযারি) চার্জশিটটি গ্রহণ করেন।

চার্জশিটের অন্য আসামিরা হলেন— জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, মীর সরফত আলী সপু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, রাজীব আহসান, ডা. জেড এ এম জাহিদ হোসেন, শফিউল বারী বাবু প্রমুখ।

বিজ্ঞাপন

এদিকে সুলতান সালাউদ্দিন টুকু, শিমুল বিশ্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শফিউল বারী বাবুসহ ২৪ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য সাংবাদিকদের জানান।

২০১৫ সালের ৫ জানুয়ারি রাজধানীর পল্টন থানা এলাকায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা বিস্ফোরকের ঘটনায় পল্টন থানার এএসআই মোস্তাক আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ডিবি পুলিশের এসআই দেওয়ান উজ্জ্বল হোসেন মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন