বিজ্ঞাপন

গিটার পরিব্রাজকের বাদনে হেমন্তের তরঙ্গিত সন্ধ্যা [ফটো স্টোরি]

November 6, 2019 | 7:23 pm

তিবো কোভাঁ… একজন গিটারের মহারথী, একজন পরিব্রাজক। ফরাসি দেশের এই ধ্রুপদী গিটারবাদক সারাবিশ্বের একমাত্র গিটার শিল্পী যিনি এ পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক প্রথম পুরস্কার জিতেছেন। গিটারের তারে অত্যাশ্চর্য কুশলী জলতরঙ্গিত শ্রুতিমধুর বাজনার দ্যোতনায় সব বাধার প্রাচীর ভেঙে শ্রোতার সঙ্গে তিনি গড়ে তোলেন এক অপূর্ব মেলবন্ধন।

বিজ্ঞাপন

১৫ বছর ধরে অবিরত পরিব্রাজক এই শিল্পী ১২০টি দেশে প্রায় এক হাজার একক পরিবেশনায় দর্শক শ্রোতাদের মন মাতিয়েছেন তার বাদ্যের ঘূর্ণিতে। তারই ধারাবাহিকতায় এখন তিনি বাংলাদেশে।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র আয়োজনে গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল তার একক গিটার কনসার্ট। একঘণ্টা ব্যাপ্তির এই আয়োজনেও মুগ্ধতা ছড়িয়েছেন অসামান্য নিপুণতায়। এর মাঝে একটি কম্পোজিশনে তাকে সঙ্গত দিয়েছেন বংশীবাদক গাজী আব্দুল হাকিমও।

তিবো কোভাঁর গিটারবাদনের কিছু মুহূর্ত সারাবাংলার স্পেশাল ফটো করেস্পন্ডেন্ট আশীষ সেনগুপ্ত’র ক্যামেরায়…

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন