বিজ্ঞাপন

মোরশেদ খানের পদত্যাগে ছাত্রদলের মিষ্টি বিতরণ

November 6, 2019 | 8:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী  এম মোরশেদ খান পদত্যাগ করায় মিষ্টি বিতরণ করেছে ছাত্রদল। মোরশেদ খান যে আসন থেকে এর আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই বোয়ালখালী উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীরাই মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বুধবার ( ৬ নভেম্বর) বিকেলে বোয়ালখালী সদরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন খোকনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।

এসময় পথসভায় মহসিন খোকন বলেন, ‘মোরশেদ খান বিএনপি ছাড়ায় দলের কোনো ক্ষতি হয়নি। দলের মাঝে কোনো সুবিধাবাদী ব্যক্তির প্রয়োজন নেই। তার আরও আগে পদত্যাগ করার প্রয়োজন ছিল। তিনি নিজ থেকে সরে যাওয়ায় আমরা খুশি হয়েছি।’

বিজ্ঞাপন

মঙ্গলবার বিএনপি মহাসচিবের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান মোরশেদ খান।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন, একই বছরের জুনে আরেকটি সংসদ নির্বাচন এবং ২০০১ সালে মোট তিনটি নির্বাচনে তিনি তিনবার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে পররাষ্ট্রমন্ত্রী করেন।

আশির দশকে মোরশেদ খান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন