বিজ্ঞাপন

ভোলায় আশ্রয়কেন্দ্রে ২ লাখ ২০ হাজার মানুষ

November 9, 2019 | 8:15 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ভোলা: ভোলার সাত উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ২ লাখ ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এছাড়াও ৮৬ হাজার গবাদি পশু মুজিব কেল্লায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় ভোলার জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ৬৬৮টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ৯২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ৮টি কন্ট্রোল রুম থেকে সমন্বয় করা হচ্ছে। এছাড়া উপকূলে সিপিপি ও রেড ক্রিসেন্টের ১৩ হাজারের বেশি কর্মী কাজ করছেন। ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন