বিজ্ঞাপন

এসএসসির প্রশ্নফাঁস, সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়? রুল

February 15, 2018 | 11:19 am

 স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনার পর ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সাথে প্রশ্নফাঁসের বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত কমিটি ও প্রশাসনিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এই নির্দেশ দেন।

ত্রিশ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিন জন আইনজীবী। এতে নতুন করে পরীক্ষা নেওয়ারও আবেদন জানান তারা। এই আবেদনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত এবং ফাঁসরোধে  নতুন করে আইন  করতে আইনমন্ত্রণালয়ের  নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকাসহ তিন আইনজীবী এই রিট আবেদনটি দায়ের করেন।

বৃহস্পতিবার প্রথম ভাগেই হাইকোর্টের বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার উপর রুল ও নির্দেশনা জারি করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/জেডএফ

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন