বিজ্ঞাপন

‘সময়মতো ব্যবস্থা নেওয়ায় ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল রক্ষা পেয়েছে’

November 11, 2019 | 8:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়মতো ব্যবস্থা নেওয়ায় ঘূর্ণিঝড় বুলবুলে মানুষের জানমাল ও সম্পদ রক্ষা পেয়েছে। এটা সরকারের বড় ধরনের সফলতা।

বিজ্ঞাপন

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী ক্ষয়ক্ষতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের সব উদ্যোগ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

বৈঠকে জানানো হয়, উপকূলীয় ১৪ জেলার যেসব জায়গা ঘুর্ণিঝড়ের কবলে পড়েছে দুয়েকদিনের মধ্যে সেসব স্থান পরিদর্শন ও তথ্য সংগ্রহ করে ক্ষয়ক্ষতি নিরূপণ মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে বড় ধরনের আঘাত করতে না পারলেও গভীর নিম্মচাপে যে ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তা হয়নি। এর কারণ ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের দ্রুত ও সুষ্ঠু ব্যবস্থা নেওয়া।’

বিজ্ঞাপন

বৈঠকে বাগেরহাটের রামপাল উপজেলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের প্রসঙ্গেও আলোচনা হয়।

উল্লেখ্য, খানজাহান আলী বিমানবন্দরের জন্য এরই মধ্যে ৫২৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন