বিজ্ঞাপন

ফেনসিডিল রাখায় যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

November 11, 2019 | 9:57 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মেহেরপুর: ফেনসিডিল রাখার অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলায় মো. সুজন মাহামুদ (১৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১১ নভেম্বর) বিকেলে জেলা দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক এস.এম. আব্দুস ছালাম এই রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সুজনের বাড়ি উপজেলার নিশিপুর গ্রামের দরগাপাড়ায়। তার বাবার নাম মো. কমবুল হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের পহেলা নভেম্বর ৭০ বোতল ফেনসিডিলসহ আটক হন সুজন। ওই ঘটনায় গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর: ০১। এই মামলায় মোট আটজন সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের কৌঁসুলি পল্লভ ভট্টাচার্য, আসামিপক্ষে অ্যাভোকেট কামরুল হাসান।

সারাবাংলা/এটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন