সোমবার ৯ ডিসেম্বর, ২০১৯ ইং , ২৫ অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ, ১১ রবিউস-সানি, ১৪৪১ হিজরি
নভেম্বর ১২, ২০১৯ | ৯:৫৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
বলিউড তারকা হৃতিক রোশনের প্রতি অনুরক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। দ্বিনেশ্বর বুদিদাত (৩৩) নামের ওই ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে তার স্ত্রী দোনে দোজয়কে (২৭) হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
নিহতের বন্ধুদের দেওয়া তথ্যে জানা যায়, দোনে দোজয় অভিনেতা হৃতিকের অন্ধভক্ত ছিলেন। তবে হৃতিকের কোনো ছবি বা গান শুনলেই তার স্বামী দ্বিনেশ্বর ক্ষেপে যেতেন। সঙ্গে সঙ্গেই তা বন্ধ করতে বলতেন। এ নিয়ে তাদের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। এছাড়া দোজয় একটি পানশালায় কাজ করতেন তাও অপছন্দ ছিল তার স্বামীর।
পুলিশ সূত্র জানায়, দ্বিনেশ্বর তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। তারপর গাছে ঝুলিয়ে রাখে। সেদিনও তাদের ছবি দেখার কথা ছিল। চলতি বছরের জুলাই মাসে বিয়ে করেন দুজন।
সারাবংলা/এনএইচ