বিজ্ঞাপন

মোদির চিঠির খবর সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা: ভারত

November 13, 2019 | 10:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: একটি স্পর্শকারতর মামলা নিয়ে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন বলে খবর প্রচার করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় মিশন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) ঢাকার ভারতীয় মিশন থেকে এ বার্তা পাঠানো হয়। এতে বলা হয়েছে, এ সংশ্লিষ্ট যে সংবাদ গণমাধ্যমে এসেছে, তার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে।

সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চলছে উল্লেখ করে বার্তায় বলা হয়েছে, ভারতীয় হাই কমিশনের গোচরে স্থানীয় যোগাযোগ মাধ্যমের একটি সংবাদ এসেছে। ওই খবরে দাবি করা হচ্ছে, ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই খবর সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন