বিজ্ঞাপন

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের উড়ন্ত শুরু

November 14, 2019 | 3:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

এশিয়ার ৮ জাতির টুর্নামেন্ট ইমার্জিং এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছে আয়োজক বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

বিজ্ঞাপন

হংকংয়ের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ছুঁয়েছে মাত্র ১ উইকেটের খরচার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের কৌশলী বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৬৪ রান।

দলটির হয়ে সর্বোচ্চ ৩৫ রান লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হারুণ আরশাদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে আইজাজ খানের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

বল হাতে বাংলাদেশের হয়ে দাপট দেখিয়েছেন মিডিয়াম পেসার সুমন খান। হংকংয়ের ৪ ব্যাটসম্যানকে একাই সাজ ঘরের পথ দেখিয়েছেন তিনি। বাকি ৫ উইকেটের মেহেদি হাসান ২টি এবং হাসান মাহমুদ ও আফিফ হাসান ১টি করে উইকেট নিয়েছেন।

১৬৫ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ  দুই ওপেনার সৌম্য সরকারের ৭৪ বলে অপরাজিত ৮৪ ও নাইম শেখের ৫২ বলে ৫২ রানে বিনা উইকেটে সংগ্রহ করে ৯৪ রান।

১৬তম ওভারে এহসান খানের বলে নাইম শেখ কট বিহাইন্ড হন নাইম।

বিজ্ঞাপন

এরপর দ্বিতীয় উইকেটে নেমে সৌম্যর সাথে ৭১ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাজমুল হোসেন শান্ত। স্বাগতিক অধিনায়ক ২২ বলে খেলেন ২২ রানের ঝড়ো ইনিংস

সারাবাংলা/এমআরএফ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন