বিজ্ঞাপন

শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে শোভাযাত্রা

November 14, 2019 | 8:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। ‘ক্যাসিনো ব্যবসায়ী’, ‘আওয়ামী লীগে অনুপ্রবেশকারী’- এ ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড দিয়ে সাজানো প্রতিকৃতি নিয়ে বের করা এই শোভাযাত্রা পথচারীসহ সাধারণ মানুষের নজর কাড়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর থেকে এই শোভাযাত্রা বের করে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ নামে একটি সংগঠন। এতে নেতৃত্ব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। শুদ্ধি অভিযানের সমর্থনে চট্টগ্রামে এই প্রথম বড় ধরনের কোনো কর্মসূচি পালিত হয়েছে।

শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে খোরশেদ আলম সুজন বলেন, ‘আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে অপকর্মকারী স্বার্থান্বেষী মহলের মুখোশ উন্মোচন করাই শুদ্ধি অভিযানের মূল লক্ষ্য। যারা একসময় মধ্যবিত্ত পরিবারে ছিল, তারা কোন আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় আজ দেশে-বিদেশে বিপুল সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের আয়ের উৎস কি জনগণ জানতে চায়। সময় এসেছে তাদের অবৈধ সম্পদ বিদেশ থেকে ফিরিয়ে আনার।’

বিজ্ঞাপন

সুজন বলেন, ‘দুর্নীতি, মাদক, ক্যাসিনো ও জুয়া ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা দলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করছে তাদের চিহ্নিত করার সময় এসেছে। চট্টগ্রামে মাদক ধরা পড়ে, ইয়াবা ধরা পড়ে, স্বর্ণ ধরা পড়ে। এর পেছনে কারা জনগণ জানতে চায়। নিশ্চয়ই কোনো রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাবশালী কেউ এ ধরনের অপকর্ম করে সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। তাদের মুখোশ খুলে দিতে হবে।’

চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন আছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের প্রতি চট্টগ্রামের মানুষের পূর্ণ সমর্থন আছে। চট্টগ্রামসহ সারা বাংলাদেশের শুভ-বুদ্ধিসম্পন্ন মানুষ প্রধানমন্ত্রীর পাশে আছে।’

বিজ্ঞাপন

জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এ এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুল আলম সাজ্জির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক সুমন ও সদস্য আব্দুল আজিম, সাবেক ছাত্রলীগ নেতা শওকত হোসাইন, ফরহান আহমেদ, মো. সালাউদ্দিন, ও খলিলুর রহমান নাহিদ এবং ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ ইমু, আব্দুল জাহিদ ও বিকাশ দাশ।

সমাবেশ শেষে শোভাযাত্রা নগরীর রেলস্টেশন থেকে শুরু হয়ে নিউমার্কেট-কোতোয়ালী হয়ে লালদিঘীর পাড়ে গিয়ে শেষ হয়।

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন