বিজ্ঞাপন

ইউরো বাছাইয়ে জয় পেয়েছে ফেভারিটরা

November 15, 2019 | 9:51 am

স্পোর্টস ডেস্ক

ইউরো বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। মন্টেনেগ্রোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। অপরদিকে মলডোভার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

বিজ্ঞাপন

হাজারতম ম্যাচে নিজেদের মাঠে শুরু থেকেই বেশ আগ্রাসি ভূমিকায় ছিলো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন অ্যালেক্স অক্সালেড। এরপর চালু হয়ে যায় ইংলিশদের গোল মেশিন। ১৯ এবং ২৪ মিনিটে জোড়া গোলে দলকে এগিয়ে নেন হ্যারি কেন। এরপর ৩০ মিনিটে রাশফোর্ড এবং ৩৭ মিনিটে হ্যারি কেনের হ্যাট্রিক গোলে প্রথমার্ধেই ৫ গোলের লিড পায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ছন্দ হারিয়ে ফেলে ৫ গোলে পিছিয়ে থাকা মন্টেনেগ্রো। ৬৬ মিনিটে গোল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসে। এরপর ৮৪ মিনিটে টমি আব্রাহাম প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে ৭-০ গোলের বড় জয় নিয়ে আসেন।

বিজ্ঞাপন

 

এদিকে মালডোভার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় ফরাসিরা ভেদিম রাতা ম্যাচের ৯ মিনিটে এগিয়ে নেন সফরকারীদের। এরপর ৩৫ মিনিটে রাফায়েল ভারানে ম্যাচে সমতা ফেরান দুর্দান্ত এক গোল করে। ম্যাচের ৭৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে জয়সূচক গোলটি এনে দেন অলিভার জিরুড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা! সব খবর...
বিজ্ঞাপন