বিজ্ঞাপন

‘মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা নরেন্দ্র মোদি’

November 15, 2019 | 1:41 pm

আন্তর্জাতিক ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকেই মুজিববর্ষ উদযাপন শুরু হবে।

সৈয়দ মোয়াজ্জেমকে উদ্ধৃত করে দ্য হিন্দু জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। মোদি মুজিববর্ষের  উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।

বাংলাদেশের হাইকমিশনারের বরাত দিয়ে দ্য হিন্দু আরও জানায়, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বহু রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হবে। এ তালিকায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতারাও রয়েছেন। এছাড়া ২০২০ সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গবন্ধুকে উৎসর্গ করা বইমেলাতেও অংশ নেবেন মোদি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন