বিজ্ঞাপন

বগুড়ায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

November 15, 2019 | 4:44 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে শিশু চুরির সাথে জড়িত রেশমা খাতুন(৩৫) নামের এক নারীকে। রেশমা শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সাত্তার মন্ডলের মেয়ে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার পর পুলিশ শিশুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বগুড়া সদর থানায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা রাতেই শিশুটির বাবা সৌরভ মিয়ার কাছে নবজাতককে হস্তান্তর করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, বুধবার হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা জানার পর পরই পুলিশের একাধিক টিম মাঠে নামে। বৃহস্পতিবার রাতে খবর পাওয়া যায় শিশুটি নবজাতক রামচন্দ্রপুর গ্রামে রেশমা খাতুনের কাছে আছে। অভিযান চালিয়ে রেশমাকে গ্রেফতার ও নবজাতককে উদ্ধার করা হয়। রেশমা নির্দিষ্ট কোনো পেশা নেই। ধারণা করা হচ্ছে বিক্রি করে দেয়ার উদ্দেশ্যে তিনি হাসপাতাল থেকে কৌশলে নবজাতক শিশুটিকে চুরি করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বগুড়ার কাহালু উপজেলার নলঘরিয়া গ্রামের সৌরভ মিয়ার স্ত্রী নাহিদা আক্তার শজিমেক হাসপাতালে বুধবার বিকেল ৩টার দিকে এক পুত্র সন্তান প্রসব করেন। নবজাতককে নার্সরা নাহিদার সঙ্গে থাকা এক আত্মীয়ের কাছে দেয়ার পরই এক নারী কৌশলে বাচ্চাটিকে কোলে নিয়ে পালিয়ে যায়।

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন