বিজ্ঞাপন

স্মাটকার্ড উন্নত বিশ্বে যাওয়ার আলামত: গোলাম দস্তগীর গাজী

November 16, 2019 | 8:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, স্মার্টকার্ডের মাধ্যমে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড হ্রাস পাচ্ছে, প্রতারণা কমছে, নাগরিক সুবিধা নিশ্চিত হয়েছে। এটা প্রত্যেকটা নাগরিকের মহা মূল্যবান সম্পদ।

বিজ্ঞাপন

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া সরকারি কলেজে রূপগঞ্জ উপজেলার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নাগরিকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বে যাওয়ার আলমত হচ্ছে উন্নতমানের জতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড। স্বল্প সময়ের মধ্যে জনগণের মাঝে স্মাটকার্ড পৌঁছে দেওয়াটা সরকারের বড় সফলতা। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গর্বিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, ঢাকা আঞ্চ‌লিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অনেকে। পরে মন্ত্রী নিজের স্মাটকার্ড গ্রহণ করেন এবং কয়েক জনের মাঝে স্মাটকার্ড বিতরণ করেন।

বিজ্ঞাপন

এদিকে, রোটারি ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জ-এর ২০০তম মিটিং ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গর্ভনর এম খায়রুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট রুবাইয়েত হোসেন, আইপি ডিজি এএফএম আলমগীর, পিডিজি মাগফুর উদ্দিন ও সাফিনা রহমানসহ রোটারীয়ান সদস্যরা। অনুষ্ঠানে অসহায় এক মেধাবী ছাত্রকে ১ লাখ ২০ হাজার টাকা শিক্ষা অনুদান দেন এবং রোটারির টিআরএফএ ৩ হাজার ডলার দান করেন। আলোচনা সভা শেষে জাঁকজমকপূর্ণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রোটারিয়ান সদস্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন