বিজ্ঞাপন

বান্দরবানে আরও একটি বাচ্চা হাতির মৃত্যু

November 16, 2019 | 9:43 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবান: মাত্র ১২ দিনের ব্যবধানে বান্দরবানের লামা উপজেলায় আরেকটি বাচ্চা হাতির মৃত‌্যু হয়েছে। শ‌নিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর চাককাটা এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম. কায়সার জানান, ধারণা করা হচ্ছে মৃত হাতিটির বয়স তিন বছর। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। আমরা তদন্ত করছি।

তিনি বলেন, দুপুরে ধানক্ষেতে মৃত হাতির বাচ্চাটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থ‌ল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার ক‌রে।

লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার বলেন, আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম। সুরতহাল প্রতিবদন তৈরি করা হয়েছে। সেই সঙ্গে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদ‌ন্তের জন্য মরদেহ চট্টগ্রামে পাঠানো হবে।

বিজ্ঞাপন

গত ৪ নভেম্বর উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় মাছের খামার থেকে একটি বন্য বাচ্চা হাতির মরদেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন