বিজ্ঞাপন

খাগড়াছড়িতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

November 17, 2019 | 3:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে স্ত্রী শিরিনা আক্তারকে হত্যার দায়ে স্বামী মো. নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

রায়ে দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় আসামি মো. নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, স্বামীর পরকিয়ায় বাধা দেওয়ায় ২০১৮ সালের ৪ অক্টোবর রাতে খাগড়াছড়ি সদরের শালবন এলাকার নিজ বাড়িতে শিরিনা আক্তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। ওই রাতেই পুলিশ শিরিনার স্বামী মো. নিজাম উদ্দিনকে আটক করে। পরে তদন্তে তার দোষ প্রমাণ হওয়ায় শুনানি শেষে মৃত্যদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন