বিজ্ঞাপন

মদের বোতল না রাখায় বিষ দিয়ে পানবরজ নষ্ট

November 18, 2019 | 4:17 am

বরিশাল প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

দিনমজুরের বসতঘরে জোরপূর্বক রাখা মাদকসেবীর মদের বোতল ফেলে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দিনমজুরের পানবরজে ঘাস মারার বিষ ছিটিয়ে নষ্ট করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (১৭ নভেম্বর) সকালে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী দিনমজুর।

ক্ষতিগ্রস্ত দিনমজুর জগদিশ সরকার জানান, গত কয়েকদিন পূর্বে একই গ্রামের মাদকসেবী দিপঙ্কর নন্দী তার (জগদিশ) বসতঘরে একটি মদের বোতল রাখে। যা তার স্ত্রী রুনু সরকার দেখে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় মাদকসেবী দিপঙ্কর ফেলে দেওয়া মদের ক্ষতিপূরন দাবী করে জগদিশ ও তার স্ত্রীর কাছে। কিন্তু তারা মাদকসেবী দিপঙ্করের দাবীকৃত মদের টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাতের আধারে জঙ্গলপট্টি গ্রামে জগদিশের লিজ নেওয়া ৫০টি পানবরজে ঘাষ মারার ওষুধ ছিটিয়ে পুরো পানবরজ নষ্ট করে দেয়।

বিজ্ঞাপন

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইউজে/

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন