বিজ্ঞাপন

সড়ক আইন বাতিলের দাবিতে গাজীপুরে পরিবহন শ্রমিকদের অবরোধ

November 19, 2019 | 12:41 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: কার্যকর হওয়া নতুন সড়ক নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে সড়ক নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এতে সবচেয়ে বিপাকে পড়েন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে একটি বাসে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক নিরাপত্তা আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না পর্যন্ত আইন বাতিল হবে ততদিন তাদের আন্দোলন চলবে।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক আইয়ুব হোসেন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলে একটি বাস ময়মনসিংহের দিকে রওনা দিতে দেওয়া হয়েছে। এছাড়া আলোচনা করে অবরোধ তুলে দিতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন