বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে লবণের দাম নিয়ে গুজব, গ্রেফতার ১৪

November 20, 2019 | 7:30 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: লবণের দাম নিয়ে গুজব রটনা ও অধিক দামে লবণ বিক্রির অভিযোগে মুন্সীগঞ্জ বাজার থেকে ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ১৩ জন ব্যবসায়ী ও একজন ক্রেতা রয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ১৭ বস্তা লবণ জব্দ করা হয়। প্রতিবস্তায় ২৫ প্যাকেট লবণ ছিল।

অপরদিকে বিকেলে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। লবণের দাম বৃদ্ধির ঘটনায় দুই দোকানিকে ১০ হাজার ও ৩ হাজার টাকাসহ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস বিষয়টি নিশ্চিত করেছে।

সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত দামে লবণ বিক্রি করার ১৩ জন বিক্রেতা ও গুজব রটনায় একজন ক্রেতাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন