বিজ্ঞাপন

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

November 20, 2019 | 1:55 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকার নিচে। বুধবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ও কয়েকটি খুচরা বাজার ঘুরে এমনটি দেখা গেছে।

বিজ্ঞাপন

এছাড়া রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১৬০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৬০ টাকা ও মিশরের পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

কারওয়ান বাজারের মাতৃভাণ্ডার আড়তের কালাম শেখ বলেন, ‘পাইকারি বাজারে পেঁয়াজের দাম অনেক কমেছে। নতুন পেঁয়াজ আসতে শুরু করলে দাম আরও কমে যাবে।’

আরেক পাইকারি বিক্রেতা অন্তর বলেন, ‘বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমে এসেছে। কয়েকদিনের মধ্যেই আরও কমতে শুরু করবে। তবে আমরা এখন নতুন করে আর পেঁয়াজ আনছি না। কারণ প্রতিদিনই অভিযান চলছে। এতে লোকসানের মুখে পড়তে পারি।’

বিজ্ঞাপন

শ্যামবাজার বণিক সমিতির সহ-সভাপতি হাজী মো. মাজেদ সারাবাংলাকে বলেন, ‘শ্যামবাজারে দেশি পেঁয়াজ ১৫০ টাকারও কমে বিক্রি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ১২০ থেকে ১৩০ টাকায়। মিসর ও বার্মার পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।’

এদিকে, মহাখালীর বউবাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা এবং মিশরের পেঁয়াজ ১৬০ থেকে ১৮০ টাকা কেজিতে। এই বাজারের পেঁয়াজের বিক্রেতা আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পেঁয়াজের দাম আগের চেয়ে অনেক কমেছে। সব ধরনের পেঁয়াজ ২০০ টাকার নিচে। কিন্তু আমাদের তো ২০০ টাকার বেশি দামে পেঁয়াজ কেনা আছে। তাই আপাতত পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছি।’

বিজয় সরণির কলমিলতা বাজার ও ফার্মগেট ইন্দিরা রোডের মাহবুব প্লাজার নিচ তলার বাজারটিতেও ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন