বিজ্ঞাপন

বিয়ে-তালাক নিয়ে সচেতনতা কর্মসূচি রোহিঙ্গা শিবিরে

November 20, 2019 | 7:39 pm

সারাবাংলা ডেস্ক

কক্সবাজার: বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত এবং মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বিয়ে এবং তালাক নিয়ে নানারকম সমস্যা সমাধান ও নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর নতুন করে বিয়ে-তালাক রেজিস্ট্রেশনের ফরম দিচ্ছে।  রোহিঙ্গাদের মধ্যে বাল্যবিবাহ, বহুবিবাহ কমানোর লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জামতলি ক্যাম্পে কমিউনিটি রেডিও নাফ-র পালং এর হতা এ নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে সহযোগিতা দিচ্ছে ব্র‍্যাক।

ইউএনএইচসিআর-এর কক্সবাজার এ কর্মরত অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলাম, ক্যাম্প ১৩ -এর মাওলানা নুরুল ইসলাম এবং ড্যানচার্চ এইড এর রেসপন্স অফিসার ফাতেমা বেগম কাফি এতে অংশ নেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামতলি ক্যাম্পের ইনচার্জ কাজি ফারুক আহমদ।

কমিউনিটি রেডিও নাফ’র  পালং এর হতা কর্মসূচি এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন