বিজ্ঞাপন

সঞ্জীবকে উৎসর্গ করে গান

November 21, 2019 | 12:28 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৯ নভেম্বর ছিল ভিন্নধারার জনপ্রিয় শিল্পী সঞ্জীব চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে তাকে  উৎসর্গ করে প্যারিস থেকে প্রকাশিত হয়েছে গান ‘এই তো কিছুদিন ধরে’। সজীব দাসের সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন ফ্রান্স প্রবাসী শিল্পী আশিষ বৈদ্য। রোমান্টিক মেলোডি ধারার গানটির কথা ও সুর কৌশিক রাব্বানীর।

বিজ্ঞাপন

বাংলা গানকে বর্হিবিশ্বে ছড়িয়ে দিতে প্যারিসে বসবাস করা আশিষ বৈদ্য কাজ করছেন দীর্ঘদিন ধরে। এর মধ্যেই প্যারিসে জায়গা করে নিয়েছে তার গাওয়া বাংলাদেশের মাটি ও মানুষের গান। সুস্থ ধারার বাংলা গানের লক্ষ্যে যারা কাজ করছেন এতাদের মধ্যে প্যারিসের পরিচিত মুখ শিল্পী ও গিটারিস্ট আশিষ বৈদ্য। যার কথা ও সুরে বাংলাদেশ, ফ্রান্স ও কলকাতায় প্রকাশিত হয়েছে অর্ধ শতাধিক গান। যে গানগুলোতে কন্ঠ দিয়েছেন শিল্পী ফাহমিদা নবী, তপন চৌধুরী, আঁখি আলমগীরের মতো শিল্পীরা।

শিল্পী আশিষ বৈদ্য এবার নিজ কন্ঠে গেয়েছেন মেধাবী গীতিকার কৌশিক রাব্বানির লেখা গান ‘এই তো কিছুদিন ধরে’। সজীব দাসের সংগীতায়োজন গানটির মিউজিক ভিডিও তৈরি করেছে ‘নাইন স্টুডিও’।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন