বিজ্ঞাপন

জার্মানিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় দম্পতির বিচার শুরু

November 21, 2019 | 6:36 pm

আন্তর্জাতিক ডেস্ক

২০১৫ সাল থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং) হয়ে কাজ করে আসছিলেন ভারতীয় দম্পতি মনমোহন ও কানওয়ালজিত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি আদালতে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের বিচার শুরু হয়েছে। খবর ডয়চে ভেলে।

বিজ্ঞাপন

মামলার বিবরণী থেকে জানা গেছে, জার্মানিতে থাকা কাশ্মিরি ও শিখ বিচ্ছিন্নতাবাদীদের নানা রকম তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হাতে তুলে দিয়ে আসছিলেন এই দম্পতি। ফ্রাঙ্কফুর্টের ভারতীয় দূতাবাসে ‘র’ এর কর্মকর্তাদের কাছে এইসব তথ্য সরবরাহ করার বিনিময়ে  এপর্যন্ত তারা ৭ হাজার ২০০ ইউরো বা ৬ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

জার্মানিতে অবস্থান করে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার রায় হবে ডিসেম্বরে ১২ তারিখ। এই অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দন্ডিত হতে পারেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন