বিজ্ঞাপন

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, গ্রেফতার ৩

November 22, 2019 | 5:15 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) সকালে এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানালে উপজেলার বালাআটা গ্রাম থেকে পুলিশ তিনজনকে আটক করে। এরা হলেন— নির্যাতনের শিকার নারীর ননদ রোজিনা ও রতনা এবং শাশুড়ি আলিমন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, নয় বছর আগে বালাআটা গ্রামের লোকমান হোসেনের ছেলে সেলিম মিয়া ওই গ্রামেই বিয়ে করেন। বিয়ের সময় শর্ত ছিল শ্বশুরপক্ষ তাকে দুই লাখ টাকা যৌতুক দেবে। বিয়ের সময় ৯০ হাজার টাকা পেয়েছিলেন সেলিম। বাকি টাকা না পাওয়ায় তিনি স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতেন।

গত রাতে ঝগড়ার এক পর্যায়ে যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে তার শাশুড়ি ও দুই ননদ হাত-পা বেঁধে মারধর করে। এলাকাবাসী ৯৯৯-এ অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধূকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। সেই সঙ্গে তিনজনকে গ্রেফতার করে— বলেন মোহাম্মদ শাহরিয়ার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন