বিজ্ঞাপন

ব্লাসফেমি আইনে সংশোধন পাকিস্তানের

February 16, 2018 | 4:37 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) ইসলামাবাদ হাইকোর্টে ইলেকট্রনিক্স ক্রাইম অ্যাক্টের একটা খসড়া পাঠিয়েছে। সেই খসড়ায় বলা আছে ব্লাসফেমির মিথ্যা অভিযোগে কাউকে শাস্তি দিলে সেটিও ব্লাসফেমি বলে গণ্য করা হবে।

পাকিস্তানে ব্লাসফেমি একটি শাস্তিযোগ্য অপরাধ। বর্তমান আইনে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে ৭ বছর জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান আছে। এ আইনে মিথ্যা অভিযোগকারীর জন্য ছয় মাস জেল থেকে এক হাজার টাকা জরিমানার বিষয়টি উল্লেখ আছে।

সম্প্রতি ব্লাসফেমির অভিযোগে ব্যক্তিগত রেষারেষির প্রতিশোধ নিতে এ আইন ব্যবহারের হার বেড়ে যাওয়ায় দেশটির সরকার সংশোধনের প্রস্তাব আনে।

বিজ্ঞাপন

গত বছর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আব্দুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের ছাত্র মাশাল খানকে ব্লাসফেমির মিথ্যা অভিযোগে হত্যা করা হয়। এ বছর ৭ ফেব্রুয়ারি সেই হত্যা মামলার রায় হয় যাতে প্রমাণিত হয় মাশাল আসলে নির্দোষ ছিল। তার বিরুদ্ধে ব্লাসফেমির মিথ্যা দায় এনে তাকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

ব্লাসফেমির নতুন আইন পাশ হলে ব্লাসফেমির মিথ্যা অভিযোগকারী ব্লাসফেমির করার সমান শাস্তি ভোগ করবে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন