বিজ্ঞাপন

শিল্পকলায় ‘যাত্রাশিল্পের নবযাত্রা’

November 28, 2019 | 1:42 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

‘যাত্রাশিল্পের  নবযাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে ১১তম যাত্রানুষ্ঠান আয়োজন করেছে বাংলোদেশ শিল্পকলা একাডেমি।

বিজ্ঞাপন

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির বিশেষ এই আয়োজন চলবে একাডেমির নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। ২৮ ও ২৯ নভেম্বর সাতটি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়িত হবে।

যাত্রাশিল্প উন্নয়ন কমিটির ৩ জন সম্মানিত সদস্য যাত্রা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন দেওয়া হব। উন্নয়ন কমিটির সদস্যরা হলেন- অভিনেতা এস এম মহসীন, রামেন্দু মজুমদার, বদরুল আনম ভূঁইয়া, ড. আফসার আহমদ, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ এবং জ্যোৎস্না বিশ্বাস।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১০টি পর্যায়ে ১১১টি যাত্রাদলকে নিবন্ধন দিয়েছে।

বিজ্ঞাপন

দুদিনের এই যাত্রাপালা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এএসজি/পিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন