বিজ্ঞাপন

১ লাখ ছাড়ালো ডেঙ্গু রোগী, বেড়েছে মৃতের সংখ্যাও

November 29, 2019 | 7:28 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি মৌসুমে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে অতীতের সব পরিসংখ্যান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) ২৪ ঘণ্টায় নতুন ৭৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ২১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৯৯ হাজার ৩০৬ জন। অর্থাৎ ৯৯.৩ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৫১ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান। এ দিকে চলতি বছর ২৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১২৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

ডা. আয়শা আক্তার জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৫ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, চলতি বছরে এখন পর্যন্ত ২০৩ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৬০ জন ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)।

এদিকে আইইডিসিআরের প্রতিবেদনে জানা যায়, ২০১৯ সালে ২৬৪ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য পেয়েছে ‘ডেথ রিভিউ কমিটি’। এর মধ্যে ২০৩টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৯ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

বিজ্ঞাপন

এর আগে, ২০০০ সালে বাংলাদেশে সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। সে বছর মারা গিয়েছিলেন ৯৩ জন। ২০০১ সালে ৪৪ ও ২০০২ সালে ৫৮ জন মৃত্যুবরণ করেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ২০০৩ সালে ১০ জন, ২০০৪ সালে ১৩ জন, ২০০৫ সালে চার জন, ২০০৬ সালে ১১ জন মারা যান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ৬৩ জন মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/এসবি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন