বিজ্ঞাপন

মনসুর আলী হাসপাতালের প্রকল্প পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

December 1, 2019 | 5:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী হাসপাতাল ও মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাকে দুদক উপ-পরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করে।

এদিকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পাল বলেন, প্রকল্পে যে পরিমাণ অর্থ অনিয়মের কথা বলা হচ্ছে তা বরাদ্দকৃত অর্থের চেয়ে অনেক বেশি। প্রকল্পটিতে মোট ১৬৩ কোটি টাকা বরাদ্দ ছিল। এই প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করতেই কেউ ষড়যন্ত্র করে দুদকে অভিযোগ করেছে।

অন্যদিকে, এই বিষয়ে দুদক সচিব দিলওয়ার বখত বলেন, অনুসন্ধান চলাকালীন সময়ে তো প্রকল্পের কাজ বন্ধ থাকে না। তদন্ত চলবে তদন্তের মতো আর প্রকল্প চলবে তার ধারাবাহিকতায়। ষড়যন্ত্র করে কেউ অভিযোগ করেছে, এমন হতে পারে। সেক্ষেত্রে তদন্তের মাধ্যমে যত দ্রুত সম্ভব বিষয়টা পরিষ্কার করা হবে। আবার তদন্তের স্বার্থে যদি তদন্ত কর্মকর্তা চান তাহলে প্রকল্প সংশ্লিষ্ট আরও অনেককেই ডাকা হতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন