বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু, অভিযোগ স্বজনদের

December 3, 2019 | 10:02 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টায় আধুনিক সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। মৃত রোগী পঞ্চগড় জেলার হাড়িভাষা গ্রামের মৃত নহর উদ্দীনের স্ত্রী দিলজান (৬০)।

বিজ্ঞাপন

দিলজানের মেয়ে ছাবিনা বেগম অভিযোগ করে বলেন, সোমবার দুপুর ২টায় পঞ্চগড় জেলার হাড়িভাষা থেকে আমার মাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে এনে ভর্তি করাই। কিন্তু চিকিৎসা নিতে এসে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। চিকিৎসা তো দূরের কথা উল্টো নার্সদের লাঞ্ছনার শিকার হতে হয়েছে। চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে।’

দিলজানের ছেলে ওলিয়ার রহমান জানান, দায়িত্বে থাকা নার্সদের সঙ্গে কথা বলতে গিয়েও তাকে অপমানিত হতে হয়েছে।

দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সালেহা বেগম বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। তখন ছিলেন রুপালি আক্তার ও কুলছুম।’

বিজ্ঞাপন

রুপালি আক্তার জানান, রোগীর অবস্থা ভালো ছিল না, সে কারণে তার মৃত্যু হয়েছে। আমাদের দিক থেকে কোনো অবহেলা ছিল না।’

তবে এসব নিয়ে কথা বলতে রাজি হননি কর্তব্যরত চিকিৎসক ডা. সালমা সুলতানা। তিনি বলেন, ‘ওয়ার্ডে কোনো রোগীর মৃত্যু হলে তার দায়িত্ব জরুরি বিভাগের নয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন