বিজ্ঞাপন

কৃষিপণ্যের ন্যায্যমূল্য ঠিক করতে কমিশন গঠনে আইনি নোটিশ

December 3, 2019 | 4:47 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ধান, গম, পেঁয়াজ, রসুনসহ সকল কৃষিপণ্য ও পল্ট্রিফিড থেকে উৎপাদিত মুরগী, ডিম ও ডেইরি দুধের ন্যায্যমূল্য ঠিক করার জন্য একটি স্বাধীন ন্যায্যমূল্য কমিশন গঠন চেয়ে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম এ নোটিশ পাঠান।

কৃষি, অর্থ, আইন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ দেওয়া হয়।

পরে মো. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, কৃষকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কষ্ট করে ফসল ফলান। এরপরও তারা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাদের ফসল কিনে মধ্যস্বত্তভোগিরা লাভবান হচ্ছেন। কিন্তু আমরা ঠিকই বেশী দামে এসব পন্য কিনে খাচ্ছি। তাই কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করার জন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবিতে নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশ পাওয়ায় ৭ দিনের মধ্যে কমিশন গঠনসহ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

সারাবাংলা/ এজেডকে/ জেডএফ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন