বিজ্ঞাপন

যুদ্ধাপরাধীর পক্ষে ফেসবুকে প্রচারণা, ইমাম গ্রেফতার

December 4, 2019 | 8:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উসকানি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি নগরীর পাহাড়তলী এলাকার একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষ এবং স্থানীয় মসজিদের ইমাম বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানার সিগন্যাল কলোনি জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. জহিরুল ইসলাম (৩৫) নোয়াখালী জেলার সুধারাম থানার এওয়াজ বালিয়া গ্রামের এ টি এম মহিউদ্দিনের ছেলে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান সারাবাংলাকে বলেন, ‘জহিরুল সিগন্যাল কলোনি জামে মসজিদের ইমাম এবং ইসলামী ফাউন্ডেশনের বেতনভুক্ত। স্থানীয় একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে আছেন তিনি। ফেসবুকে তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন আক্রমণাত্মক পোস্ট নিয়মিত দেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে উসকানিমূলক কথাবার্তা লিখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

ওসি জানান, মামলার এজাহারে জহিরুলের ফেসবুকের টাইমলাইনে চারটি উসকানিমূলক স্ট্যাটাস পাওয়ার কথা উল্লেখ আছে। এর মধ্যে দুইটি নিজামী-মুজাহিদের পক্ষে, একটি দ্রব্যমূল্য নিয়ে এবং আরেকটি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে দেওয়া হয়েছে।

জহিরুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ সারাবাংলাকে জানান, গ্রেফতার জহিরুলকে বুধবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমীনের আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন