বিজ্ঞাপন

বিএনপি আন্দোলন করবে কার বিরুদ্ধে, প্রশ্ন কাদেরের

December 5, 2019 | 10:00 am

ঢাবি করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার জেলে আটকে রাখেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রশ্ন তোলেন, তাহলে বিএনপি আন্দোলন করবে কার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আদালত খালেদা জিয়াকে জামিন দিলে সরকারের কিছু করার নেই উল্লেখ করে কাদের বলেন, খালেদা জিয়াকে তো সরকার আটকে রাখেনি তাহলে বিএনপির আন্দোলন করবে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে? আদালত যদি জামিন না দেয় সেখানে তো সরকারের কিছু করার নেই। যদি আন্দোলন করতে চায় তাহলে জনগণ সেটা প্রতিহত করবে।

রাজনীতির মাঠ অশান্ত হয়ে গেলে আওয়ামী লীগের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির মাঠ অশান্ত হবে না। কারণ, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জ্বালাও-পোড়াও করতে চায়; তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী শেখ হাসিনার নেতৃত্বে। পূর্বের ন্যায় জ্বালাও-পোড়াও করে তাহলে জনগণ তাদের বিচার করবে।

বিজ্ঞাপন

গতকাল (বুধবার) আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় কি সিদ্ধান্ত হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় কমিটির সভা হয়েছে। সেখানে আওয়ামী লীগের বাজেট বিষয়ে আলোচনা হয়েছে। সম্মেলন সফল করার ব্যাপারে আমাদের সভানেত্রী সকলের সহযোগিতা কামনা করেছেন ।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে বলতে গিয়ে কাদের বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা সংগ্রামের পর গণতন্ত্র আজ এই অবস্থায় পৌঁছেছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা জানাব।

বিজ্ঞাপন

এর আগে, এদিন সকাল ৭টা থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রমিক লীগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সারাবাংলা/কেকে/এনএইচ

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন