বিজ্ঞাপন

পতাকা বৈঠকে দুই জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

December 6, 2019 | 7:34 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্মূলচর এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া দুই জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক করে। সেখানেই ভারতীয় বাহিনী আবদুর রহিম (৫৬) ও ওমর আলীকে (৩২) ফেরত দেয়।

বিজিবি’র রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, বিষয়টি জানার পরে গতকালই (বৃহস্পতিবার) দুই জেলেকে ফেরত দিতে বলা হয়। বিএসএফ আমাদের আহ্বানে সাড়া দেয়। আজ নির্মূলচর সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় তারা জেলেদের ফেরত দেয়।

সংশ্লিষ্ট সংবাদ: সীমান্ত পেরিয়ে এসে দুই জেলেকে তুলে নিয়ে গেল বিএসএফ

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন