বিজ্ঞাপন

এক সপ্তাহে মারা গেছে অর্ধশত গরু, বিপাকে খামারি

December 7, 2019 | 7:45 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত এক সপ্তাহে অর্ধশত গরু মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় খামারিরা। তারা বলেন, ভেটেরিনারি চিকিৎসকদের কাছে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। জানা যায়নি, কী রোগে গরু মারা যাচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুমা দুগ্ধ খামারের স্বত্বাধিকারী মো. মফিজ মিয়ার একটি গরু মারা যায়।

তিনি বলেন, এর আগেও আমার খামারের ৬টি গরু মারা গেছে। আজ যে গরুটা মারা গেছে, সেটার দাম দেড় লাখ টাকা। আমি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্ক ভিটা) সদস্য হওয়ার পরও তাদের কাছ থেকে কোনো প্রকার চিকিৎসা সহযোগিতা পাইনি। সমিতি থেকে ঋণ নিয়েও বিপাকে পড়েছি। খামারের গরু মরে যাওয়ায় ঋণের কিস্তি দেওয়া কঠিন হয়ে গেছে।

মফিজ মিয়া আরও বলেন, এভাবে গরু মারা গেলে এক সময় রায়পুর উপজেলার হাজারো খামারিকে পথে বসতে হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রায়পুর উপজেলা মিল্ক ভিটার চিকিৎসক ফরহাদ হোসেন বলেন, খামারিদের সব গরুর চিকিৎসা আমি করি না। যারা মিল্ক ভিটায় দুধ সরবরাহ করেন, কেবল তাদের গরুর চিকিৎসা করি।

সারাবাংলা/এটি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন