বিজ্ঞাপন

‘নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে সফল বাংলাদেশ’

December 9, 2019 | 3:24 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে সফল বলে জানিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

বিজ্ঞাপন

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘উইমেন ফর উইমেন: এ রিসার্চ অ্যান্ড স্টাডি গ্রুপ’ আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান। ‘বেগম রোকেয়ার শিক্ষা ও কর্ম: বর্তমান বাস্তবতা’ শীর্ষক সেমিনারে ‘সামাজিক সমস্যা দূর হলে, নারী-পুরুষ বৈষম্য কমবে’ বলেও জানান পিকেএসএফের চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে সফল হলেও এখনও অনেক সমস্যা রয়েছে। সেগুলো হচ্ছে- বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মজুরিতে বৈষম্য। উচ্চ পদে নারীর অধিষ্ঠান যদিও সরকারে পর্যায় বাড়ছে তারপরও উচ্চ মাধ্যমিকের পর নারীর অংশগ্রহণ কমে গেছে। সেখানে আমাদের জোর দিতে হবে। সামাজিক অনেক সমস্যা রয়েছে, তা যদি আমরা দূর করতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে।’

আলোচনা সভায় ‘উইমেন ফর উইমেন’ এর সভাপতি ড. নিলুফার বানু, সহ-সভাপতি রাসেদা আক্তার খানম, সহ-সম্পাদক ড. আলেয়া পারভীন, সাধারণ সম্পাদক শামসুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআই/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন