বিজ্ঞাপন

‘মেইড ইন বাংলাদেশ’ ইউরোপের ৬১ সিনেমা হলে

December 9, 2019 | 6:26 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেট

‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’র পর রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি ‘মেইড ইন বাংলাদেশ’। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ছবিটিতে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হবার পর ছবিটি এবার ইউরোপে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে ইউরোপের ৬১টি সিনেমা হলে চলছে ‘মেইড ইন বাংলাদেশ’। এর মধ্যে ফ্রান্সের ৫৩, ডেনমার্কের ৭ ও পুর্তগালের ১টি সিনেমা হলে চলছে।

‘মেইড ইন বাংলাদেশ’-এ অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

প্রযোজনা করেছে ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান। ২০১৬ থেকে ছবিটির কাজ শুরু করেন রুবাইয়াত হোসেন। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/এএসজি

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন