বিজ্ঞাপন

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪, অক্ষত মন্ত্রী

February 18, 2018 | 10:05 am

ইন্টারন্যাশনাল ডেস্ক

বিজ্ঞাপন

মেক্সিকোতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন হেলিকপ্টারটিতে থাকা মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে ও ওয়াহাকা রাজ্যের গভর্ণর আলেহান্দ্রো মুরাত।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশু রয়েছে।

বিজ্ঞাপন

ভূমিকম্পের এপিসেন্টারের নিকটবর্তী সান্তিয়াগো জেমিলতেপেক গ্রামের একটি মাঠে অবতরণ করার সময় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

কর্মকর্তারা জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী বহনকারী কয়েকটি ভ্যানের ওপর হেলিকপ্টারটি আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের সময় ওই এলাকা অন্ধকারাচ্ছন্ন ছিল। অবতরণ করার আগে সেটি বেশ কয়েকবার ওই এলাকা চক্কর দিয়েছিল।

বিজ্ঞাপন

গত শুক্রবার সন্ধ্যায় ৭ দশমিক দু্ই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ওয়াহাকা রাজ্য ও মেক্সিকো সিটি কেঁপে ওঠে। এরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/আইএ/টিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন