বিজ্ঞাপন

‘ন ডরাই’ নিয়ে হাইকোর্টের রুল

December 10, 2019 | 4:17 pm

সিনিয়র করেসপন্ডেট

‘ন ডরাই’ ছবির সেন্সর বাতিল, প্রদর্শন বন্ধ, বাজার থেকে এর কমিক বই এবং ভিডিও প্রত্যাহারে নির্দেশ কেনো দেওয়া হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। উল্লেখ্য ‘ন ডরাই’ দেশের সার্ফিং বিষয়ক প্রথম চলচ্চিত্র।

বিজ্ঞাপন

হাইকোর্টের আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, আইন সচিব, ছবির প্রযোজক ও গল্পকার, পরিচালকসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সার্ফিং নিয়ে নির্মিত ‘ন ডরাই’ চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল, প্রদর্শন বন্ধ, বাজার থেকে কমিক বই এবং ভিডিও প্রত্যাহার চেয়ে গত ৪ ডিসেম্বর ছবি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন হুজ্জাতুল ইসলাম খান নামের একজন আইনজীবী। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আইনি নোটিশের কোনও জবাব না পাওয়ায় গত ৮ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন হুজ্জাতুল ইসলাম খান।

তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ ছবিটি ২৯ নভেম্বর মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা সুনেরাহ বিনতে কামাল ও সাঈদ বাবু।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এজেডকে/পিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন