বিজ্ঞাপন

‘যারা স্বাধীনতায় বিশ্বাস করেনা, তারা দেশের উন্নয়ন করতে পারে না’

December 12, 2019 | 1:37 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: যারা দেশের স্বাধীনতায়ই বিশ্বাস করে না, তারা দেশের উন্নয়ন কীভাবে করবে। জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের আমলে জাতির পিতার খুনি ও যুদ্ধাপরাধীদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, তাই কোনো উন্নয়নই সম্ভব হয়নি।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা  বলেন। এ অনুষ্ঠানে আইন ও প্রশাসন কোর্সের ৪টি ব্যাচের সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর পর আমরা ১৯৯৬ সালে সরকারে এসেছিলাম। তখন আমরা অনেক পরিকল্পনা নিয়েছিলাম। অনেককিছু আমরা বাস্তবায়নও করেছিলাম। তবে পাঁচ বছর পর আমরা আবার ক্ষমতার বাইরে চলে যাই। সেটারও কারণ আছে, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় আসার চিন্তাও আমি করিনি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২০০১ সালে যারা ক্ষমতায় আসলো তারা দেশকে দুর্নীতি উপহার দিল। তারপর ২০০৯ এ আবার আমরা ক্ষমতায় আসলাম। এরপর এক দশক পার হয়েছে। এই এক দশকে আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এর একটাই কারণ আমরা একটা নীতি আদর্শ নিয়ে কাজ করেছি।’

দারিদ্র বিমোচনই তার সরকারের প্রধান লক্ষ্য ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা দারিদ্র ২১ ভাগে নামিয়ে এনেছি। তবে আমরা আরও কমাতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছে, তাদের দেশের চেয়ে এক ভাগ হলেও আমি দারিদ্র আমার দেশে কমাতে চাই। আমি বিশ্বাস করি আমি এটা পারব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন