বিজ্ঞাপন

যুক্তরাজ্য নির্বাচন: পরাজিত লেবার পার্টি, কনজারভেটিভদের বড় জয়

December 13, 2019 | 6:43 am

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বেসরকারিভাবে ফলাফলও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। লেবারদের চেয়ে ৭৮ আসন বেশি পেয়ে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি বিজয়ী হয়েছে। তাই  ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসিন্দা পরিবর্তন হচ্ছে না। এই নির্বাচনের যাবতীয় খবর, ব্রিটিশ রাজনীতির তথ্য  ও  ব্যালট বাক্সের আলোচিত খবর ও সর্বশেষ আপডেট আপনাদের জানিয়েছে সারাবাংলার এই লাইভ ব্লগ!

বিজ্ঞাপন

পার্লামেন্টের মোট আসন ৬৫০টি, ফল ঘোষণা হয়েছে ৬৫০ টিতেই

যে দল যতগুলো আসন পেয়েছে,

লেবার পার্টি: ২০৩

বিজ্ঞাপন

কনজারভেটিভ পার্টি: ৩৫৮

স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি): ৪৮

লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি: ১১

বিজ্ঞাপন

ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি): ০৮

প্লেইড সিমরু, গ্রিন, ব্রেক্সিট পার্টি, স্বতন্ত্র ও অন্যান্য: ১৪

 

বিজ্ঞাপন

আলোচিত ঘটনা

  • বুথ ফেরত জরিপ বলছে বড় ব্যবধানে জিততে পারে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। দলটি পেতে পারে ৩৬৮ আসন। বিপরীতে লেবার পার্টি হয়ত পাবে ১৯১টি আসন।
  • নির্বাচনের প্রথম ফল ঘোষণা করা হয়েছে নিউক্যাসল সেন্ট্রালের। এমপি নির্বাচিত হয়েছেন লেবার পার্টির চি অনউরাহ।
  • লেবাররা ১৯৫০ সাল থেকে দখলে রাখা ব্লেথ ভ্যালির আসনটি হারিয়েছে কনজারভেটিভদের কাছে।

 

বিশেষ উক্তি

সাবেক লেবার এমপি কেট হোয়ে: ‘বুথ ফেরত জরিপ যদি সত্য হয় তাহলে মেনে নিতে হবে লেবাররা শ্রমিক শ্রেণির সমর্থন হারিয়েছে যারা ইইউ থেকে বেরিয়ে যেত চায়’।

বিবিসির পলিটিক্যাল করেসপন্ডেন্ট নিক আরডলি: ‘কনজারভেটিভরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মানে হচ্ছে আগামী মাসেই যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়াটা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে যাওয়া। বরিস তার পছন্দের বাণিজ্য চুক্তিটি পার্লামেন্টে পাস করার মতো সক্ষমতা অর্জন করবেন। লেবার পার্টির এমন অসহায় পরাজয় করবিন ও তার মিত্রদের ক্ষত আরও স্পষ্ট করে তুলবে। তারা কি করে ক্ষতি পুষাবেন তা দেখার বিষয়!’

লন্ডনের সাবেক লেবার মেয়র কেন লিভিংস্টোন: ‘ইহুদি-বিদ্বেষ নিয়ে করবিনের আরও শক্ত অবস্থান নেওয়া উচিৎ ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যম

বুথ ফেরত জরিপে লেবার পার্টি খারাপ করায় কনজারভেটিভ সমর্থকরা মজা নিতে ছাড়ছে না টুইটারে। দেখুন নমুনা,

কি পরিশ্রমই না করছেন যুক্তরাজ্যের নির্বাচনকর্মীরা!

 

কোনো দলের সরকার গঠন করতে যা প্রয়োজন

পার্লামেন্টের ৬৫০ আসনের বিপরীতে এবারের নির্বাচনে প্রার্থী সংখ্যা ৩ হাজার ২২২ জন। প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, দ্য স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি), লিবারেল ডেমোক্র্যাটস বা ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)’র মধ্যে যেকোনো দল ৩২৬ আসন পেলে একাই সরকার গঠন করতে পারবে। নতুবা আবারও কোয়ালিশন বা ঝুলন্ত পার্লামেন্টের মুখ দেখবে ব্রিটেনবাসী।

তথ্যসূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন