বিজ্ঞাপন

বছরের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক, গ্রেফতার ৪

December 13, 2019 | 8:44 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার জেলার টেকনাফে অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার চারজনের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে টেকনাফের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায় র‌্যাবের চট্টগ্রাম জোনের একটি টিম।

গ্রেফতার চারজন হলেন- নুর আলম ওরফে নুর হাফেজ (৩০),  মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) এবং সৈয়দ আলম কালু  (৪৫)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো.মাশকুর রহমান সারাবাংলাকে জানান, ২০১৯ সালে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে যত ইয়াবা উদ্ধার হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় চালান এটি।

বিজ্ঞাপন

এএসপি মো.মাশকুর রহমান বলেন, ‘গ্রেফতার নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার। তার নেতৃত্বে বাকি চারজন মায়ানমার থেকে কক্সবাজার সীমান্ত দিয়ে ইয়াবা আনে বাংলাদেশে। তাদের বাড়িও টেকনাফে। গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার থেকে আসা একটি চালানসহ আমরা তাদের গ্রেফতার করেছি।’

তাদের কাছে দুইটি বিদেশি পিস্তল, চারটি দেশি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি পাওয়া গেছে বলেও জানান তিনি।

র‌্যাব জানায়, এই চারজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএমএন

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন